০১.
সাজু গাজীর সাজু গুজু
দেখলে হাসি পায়,
সরিষার তেল কাজল মেখে
আদরে মা সাজায়।
===============
সকাল: ০৭:৫৮ মিনিট (+৩)
০২,
বয়স তার নয়তো বেশী
এক মাস দুই দিন,
ভাব সাবে মনে হয়
শতবর্ষের প্রাচীন।
===============
সকাল: ০৮:০২ মিনিট (+৩)
০৩.
সারাদিন ঘুমিয়ে গাজী
রাতে খেলা করে,
মায়ের চোখে ঘুম থাকে না
সজাগ রাত ভরে।
===============
সকাল: ০৮:০৫ মিনিট (+৩)
০৪.
বুকের দুধে ছোট্ট গাজী’র
পেটটি ভরে যায়,
এমন ভাগ্য ক’জনের হয়
মায়ের দুধ পায়।
===============
সকাল: ০৮:০৯ মিনিট (+৩)
০৫.
রুমী ভাবীর চাচাজান
কান্দে ঘ্যান ঘ্যান,
কাথা ভিজায় ঘন্টায় ঘন্টায়
মা করে প্যান প্যান।
===============
সকাল: ০৮:১২ মিনিট (+৩)
০৭.
হাত, পা, নাক , কান
সরিষার তেলে টেনে,
করতে হয় দৃষ্টি নন্দন
ক’জন মা জানে!
===============
সকাল: ০৮:২২ মিনিট (+৩)
০৮.
ঘুমাইলে তার মুখে হাসি
দেখতে দারুন লাগে,
সেই হাসিতে মা ও হাসে
নাড়ী’র অনুরাগে।
===============
সকাল: ০৮:৩২ মিনিট (+৩)
০৯.
মাঝে মাঝে চিন্তা কাতর
বুড়োর মুখে হাত,
সবার চিন্তা কবে সোনা
মুখে দেবে ভাত।
===============
সকাল: ০৮:৪৩ মিনিট (+৩)
১০.
হাত ছুড়ে পা ছুড়ে
মনটা হাওয়ায় উড়ে।
গাজী হাসলে হি হি করে
মায়ের বুকটা ভরে।
===============
সকাল: ০৮:৪৫ মিনিট (+৩)
০৪ অক্টোবর ২০১৬, শুক্রবার, সময় প্রত্যেক লেখার সাথে আছে।
Unauthorized use or reproduction for any reason is prohibited