ও কথা জানি না
মনে যে তরুলতা জন্মায়
ও কখনও মরে না।
দূর্ভাগ্য রোদে পুড়ে
কপালে ভাঁজ পড়ে অসংখ্য
অস্বচ্ছতা ভাঁজ জুড়ে।
বুঝতে চাইও না
চেষ্টাও করি না অহেতুক
ও ঠিক বুঝা যায় না।
মাঝে মধ্যে মন
বড় দূর্বলতায় ভুগতে থাকে
বুঝে না প্রিয়জন।
নিতান্ত অসহায়ত্বের আগুনে বুক জ্বলে,
নিভে না, নিভানো যায় না অশ্রুজলে।
=========== ============
০৩ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার, সকাল: ০৬:২০ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited