একটুখানি সুখ খুঁজতে
ক্ষয় হলো শুকতলা,
কোথায় সুখ; শেষ হলো না
তুষের্ আগুনে জ্বলা।
সবই গেল ঝড় বাদলে
চোখের জলে ভেসে,
সে বুঝেনি, কেউ দেখেনি
একটু কাছে এসে।
পথ খুঁজিনি কাজের মাঝে
ডুবে আছি সারাক্ষন,
কাজের মাঝেই হয়ে যায়
কষ্ট ভুলার সমীকরন।
যন্ত্রনাটা ভুলতে শুধু ব্যস্ততায় থাকি,
জীবন বলতে বুঝেছি সবটু্কুই ফাঁকি।
=========== ==========
৩১ অক্টোবর ২০১৬, সোমবার, সকাল: ০০ঃ০৯ মিনিট (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited