মাত্রাজ্ঞান, তালে-মিলে ছন্দরসে না হয় যদি শব্দচয়ন,
পড়লে কি আর সেই লেখাতে তৃপ্তি মিটে ভরে পাঠক মন।
বক্তা কিম্বা লেখক নয়তো এক, কলম ধরলেই যায় না লেখা
সনদ, পুরস্কার সব হাতের তুড়ি হরহামেশা যায় দে দেখা।
কে দেয় সনদ! কে পায়? কিসের বিনিময়ে চলছে কারবার!
যে জন বুঝে খুব সহজে তাকে আর বুঝানর কি দরকার।
কাক আর কবি নয়তো এক তবু উপমাতে সবাই বলে শুনি
বাংলায় নাকি কাকের চেয়ে কবি বেশী বুদ্ধিজীবি জ্ঞানীগুনি।
তবুও বাংলা নোংরা কেন ভাবতে গেলে যায় না পাওয়া কুল,
হুক্কা টেনে কর্তা বলে ছোটরা একটু আধটু করবেই তো ভুল।
একটু আধটু জমতে জমতে যখন পুরো পাত্র উঠবে ভরে বিষে,
বলতে পারো কেউ কি সঠিক, তার সমাধান হবে কিসে!
স্বাধীন দেশে সবাই স্বাধীন সবার আছে নিজের অধিকার,
অধিকারের অপব্যবহার বাড়লে শেষকালে পাবে না পার।
====== ===== ==========
২৩ অক্টোবর ২০১৬, রবিবার, সকাল: ০৫:২৪ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited