শুভ সকাল লালপরী।
বুকের মধ্যে ওমটুকু শেষ হলে
ভীষন প্রয়োজন হয় তোমাকে.
ছুঁইয়ে দিলেই পূর্ণদ্দোম।
চাঁদের রূপোলী ঝিলিক
যেমন খেলা করে নদীর বুকে,
রয়েছ ভালবাসায় টইটুম্বুর
ঠিক তেমনই এই বুকে।
ও আর কেউ জানে না,
বুকে হাত রেখে একবার ভাবো
সত্যি কি ভালবাসনি একবারও
মুখ ফুটবে না, ফাটবে বুক।
ললনার লালিত স্বপ্ন বুকেই থাকে
ও আর হয় না বলা কোনভাবে।
====== ============
২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার, সকাল: ০৫:১০ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited