কফির কাপে চুমুক দিয়ে
তোমার চোখে রং দেখি। ভালবাসলে এমনই হয়
সে কথা কি আগে জানি।
এখন না হয় জেনে গেলাম মনের গোপন ইচ্ছেগুলি।


সময় সুযোগ হয় যদি
বসতে পারো পাশাপাশি; খুব হৃদ্যতা নাইবা হলো,
একটু যদি ভাললাগে-
তাতেই বা ক্ষতি কি; বুকটা যদি হাল্কা হয় নিঃশ্বাসে।

চোখ ঈশারায় ডাক দিলেই
আসতে পারি ওম কুড়োতে ওই বুকে নাক ডুবিয়ে।
নাভির ভাঁজে গুজে দিতে
ভালবাসার পদ্মকলি জল টলমল সরবরে ইচ্ছেখুশী।

হাত ছুঁয়ে যে ধার নিতে চাই বুককাঁপানো ঢেউগুলি,
শোধ যদি না হয় কোনদিন থাক না পড়ে ঋনগুলি।
================ ==========
০৭ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার, বিকাল: ০২ঃ০৮ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited