চাপাতি; প্রেমপ্রস্তাব
মুখোমুখী-
এ আমার জন্মভূমি।
বেছে নাও; ইচ্ছেখুশী
জীবনযাত্রা-
বাঁচবে কি মরবে তুমি।
প্রেম; আর ধর্ম
চাপাতিতে-
রক্ত স্বাক্ষী থাকে চিরদিন।
ভীরু নয়; অন্ধত্বের
করালগ্রাসে-
মানবতা হচ্ছে বিলীন দিনদিন।
শরীর আর সত্যি তোমার নিজের নয়,
জন্মমাত্রেই তুমি কারো এ বড় বিস্ময়।
============ ====
০৫ অক্টোবর ২০১৬, বুধবার, রাত: ১০:০৫ মিনিট (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited