স্তনাগ্রে চাঁদচুমকি
আড়াল করেছ প্রভা; খুলে দাও স্নান করি
অষ্টাদশি পূর্ণিমায়-
ডুব দেই যুবতীহ্রদে; যোনিজলে জলকেলি।
সত্যকে অস্বীকার
মুখে মুখে করা যায় মনের কোনে দূর্বলতা,
সতিসাদ্ধি সাবিত্রী
এখন আর দেখা যায় না ওড়নার ঘোমটায়।
প্রতিটি বন্ধু-বান্ধবী
অভিসারে দিনে দুপুরে হাত দেয় এখানে ওখানে,
দেহের ভূগোল
তাদের পরীক্ষার প্রস্তুতি; উভয়ের মাতামাতি।
জঙ্ঘার গোপনগহ্বরে বয়ে যায় তৃপ্তির স্রোতধারা,
ধুূয়ে যায় লজ্জা, গ্লানি, ক্লান্তি অতৃপ্তবসন্তনুন যত।
============= =====
০১ অক্টোবর ২০১৬, শনিবার, সকাল: ০৭:০৬ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited