না! কে বলছে ও মরে গেছে!!
এমন চাঁদের কণা কি ধুলিতে গড়াতে পারে,
নষ্ট সময়ে জন্মেছিল; তাই পেল না নিরাপত্তা!
হে জনতা তোমরা একে মৃত্যু বলো না, না।
হাজার কন্ঠ মিলে এবার
একবার সোচ্চার হও; এ দেশ কি কসাই খানা??
এ দেশ কি সন্তানের জীবনের নিরাপত্তায় ব্যর্থ?
এ দেশ কি চায় না সুস্থ্য স্বাভাবিক আগামী প্রজন্ম!!
ও মরে নি, আসছে ওই
দেখ হাসতে হাসতে আসছে তোমাদের উপহাস করতে,
প্রকাশ্য দিবালোকে এক দুবৃত্ত ওকে ছুরিকাঘাত করলো-
আর সব নেকড়ের দল উল্লাস করল যে যার নিয়মে।
এ দেশ কি তবে নেকড়ের অভয়ারন্ন!! দাঁতাল শুয়োরের আবাস!!
খুনী, ধর্ষক আর জারজকে যারা হাততালি দিয়ে জানায় সাবাস!!
============ =====================
২৮ আগষ্ট ২০১৬, রবিবার, বিকাল: ১২:০২ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসা (১৫)