কাঁদিয়ে তারে হাসবে তুমি
এই ভেবেছো শেষবেলায়,
এমনি কত হৃদয় ভেঙ্গেছ
প্রেম-পীরিতির ছলাকলায়।।
চলার পথে পিছন ফিরে
যদি তাকাও মনের ভুলে,
দেখবে কত রাঙ্গা খুন
আলতা হয়ে জড়াবে পায়।।
বুকের বসন উদাস হাওয়ায়
উড়িয়ে নিলে একটিবার,
শুনবে সেথায় বিরহী ব্যথায়
প্রেম-ছলনা হৃদকাঁদায়।।
ভাবতে বড় ভালো লাগে
সুখের পথে পা বাড়ালে,
কারো ব্যথার অশ্রুজলে
সুখ মেলে কি এই ধরায়।।
===============
২৭ আগষ্ট ২০১৬, শনিবার
Unauthorized use or reproduction for any reason is prohibited