আজ কাউকে শুভ সকাল বলি নি
না ভুল করে নয়,- ইচ্ছে করেই বলা হলো না প্রতিদিনের মতো,
মাঝে মধ্যে নিয়ম ভাঙ্গার মধ্যেই
নাকি একটা অন্যরকম সুখ পাওয়া যায়, কিন্তু কই আর পেলাম!
কষ্টটাই তো বাজছে ঝনঝনিয়ে,
প্রত্যেকের বুকের মধ্যেই এক একটা অভিমানী মন থাকে নীরবে,
কখনও কখনও কেঁদে ওঠে খুব
যে ব্যথায় কুঁকড়ে যায় ও বড় ব্যাক্তিগত বাহির থেকে বুঝা যায় না।
কাঁদছে শ্রাবন রাত থেকে নিরবধি,
বিদায়ের বেদনার বহিঃপ্রকাশ তার অশ্রুতে দিয়ে যায় ভিজিয়ে বুক,
তবু দেখ এক অজানা কষ্টের দাবদাহ
কেমন পুড়িয়ে দিচ্ছে হৃদয়ের বসতভিটা আহত স্বপ্ন পড়ে আছে নিথর।
এক ভিটাতে বসত করি একই চাঁদজ্যোৎস্নায় স্নান সেরে দাঁড়াই আয়নায়,
চিরুনী চালাতে চালাতে প্রতিবিম্বে নিজেকে আবিস্কার করি চিরঅচেনায়।
==== ==============
১০ আগষ্ট ২০১৬, বুধবার
Unauthorized use or reproduction for any reason is prohibited