কবিতা বনাম গান
======= ===
(স্থায়ী :অন্তরা:অন্তরা:সঞ্চারী:আভোগ - বিন্যাসে লেখার প্রয়াস)
মনের কথা গানের খাতায় দিলাম তুলে
স্মৃতির মালা রইল গাঁথা ব্যাথার বর্ণফুলে।।
আসবে কি না সে জানি না
বসে রব আশায় আশায়
যদি আসো পথ ভুলে।।
একটু বোসো সবুজ ঘাসে
এই কবরে ঘুমায় যে সে
যারে তুমি গেছ ভুলে।।
আর হবে না দেখা কভু
দুই জগতে দু’জন মোরা
দেখ আমায় ফোটা ফুলে।।
ঘুমের ঘরে স্বপন দেখে
জানি ওগো উঠবে ডেকে
বুক ভাসাবে চোখের জলে।।
====== ======
৩১ জুলাই ২০১৬, রবিবার