কোলকাতা তোমার চন্দনচিত্রিত ললাটে
কলঙ্ককালি মাখে যারা,
ওদের ভষ্ম হবার অভিশাপ দাও।
কোলকাতা তোমার গঙ্গায়, নালা নর্দমায়
তাজাভ্রূণ ছুঁড়ে দেয় যারা,
ওদের চিরবন্ধ্যার অভিশাপ দাও।
কোলকাতা তোমার পথেঘাটে, গাড়ীতে
ধর্ষনে লিপ্ত থাকে যারা
ওদের ক্লিব হয়ে যাবার অভিশাপ দাও।
কোলকাতা তোমার সবুজ বুকে যারা
ওয়াদা খেলাপ করে
ওদের চিরপঙ্গুত্বের অভিশাপ দাও।
কোলকাতা তুমি নেতাজী’র দেশ স্বামীজী’র দেশ,
প্রাকৃতিক প্রতিশোধে বজায় রাখো সুস্থ্যপরিবেশ।
============ =======
৩০ জুলাই ২০১৬, শনিবার