(আমার দেখা নীলিমা সেনগুপ্তা দিদিমণি)
‘বনলতা’ দেখিনি আমি ‘নীলিমা’ দেখেছি
আকাশের নীল ছুঁয়ে সুখ-দুঃখের রং মেঘে
লীলাবতী ললনা’র অবির্ভাব মাটির ধরায়
জননীর কোল জুড়ে শান্তিপ্রতিক স্বরস্বতী।
দীঘল কেশবাহারে দেখেছি তাহারে হাসিতে
লালটিপ চাঁদসম জ্যোৎস্না ছড়ায় কপোলে,
তারে বার বার দেখি তবু সাধ নাহি মিটে
আকুল পরাণ যে ব্যাকুলিয়া ওঠে দেখিবারে।
তারার মেয়ে ফিসফাস করে বলে কানে কানে,
ওগো একি রূপলাবন্য ধরা পরে নূরজাহানে!
মেঘবালিকা লজ্জায় নুয়ে আসে মেঘবরনকেশে
অপলক নয়নে দেখি শুধু তার রুপমাধুরীমা।
‘জীবনানন্দ’ একবার ফিরে দেখ এই সে নীলিমা,
তোমার বনলতা হার মানবে এমনই রুপমহিমা।
============ ====
২৬ জুলাই ২০১৬, মঙ্গলবার