থাক তবে চাই না আর মিথ্যে শান্তনা,
জীবনের সব জ্বালা থাক জমা বুকে
কিবা লাভে জনে জনে শুনাই বর্ণনা!
স্বপ্ন ছিল বুক ভরা; মরে ধুকে ধুকে
ছিন্ন পাতা যেমন ঝরে নিদাঘ ফাল্গুনে
প্রজাপতি ডানা মেলে ফুলকলি শুঁকে।
মন নাচে প্রাণ নাচে প্রিয় আগমনে
খুশীর জোয়ারে ভাসে শূন্য মন নদী
কুল কুল কলধ্বনি শুনি আনমনে।
সয় না সুখের হাসি দু:খ আসে যদি
অশ্রুতে ভাসায় বন্ধু চোখের কাজল
কষ্টের নোনা বানে ডুবে ব্যথিত হৃদি।
তিলে তিলে জ্বলে জ্বলে হই যে বিফল,
ডানা মেলে উড়ে যায় বসন্ত কোকিল।
======= ========
২৩ জুলাই ২০১৬, শনিবার,