জানতে চাইলে জীবনের কথা,
কি বলি বলতো
মধ্যবিত্তের জীবন থাকতে নেই
শুধু যন্ত্রনা আর ঘৃণাই তাদের।
ফল্গুধারা বলে কি বুঝাতে চাইলে,
তুমি কি দেখেছো?
অন্তরের স্নেহধারা ঝর্ণাধারায় বয়
উৎসমুখে উৎসারিত হৃদ্যতায়।
সকালে সূর্য্য সন্ধ্যায় চাঁদ এইত জীবন
ঘুরে ফিরে চক্রাকারে,
পাথর মনের চোখে কে দেখে অশ্রুজল
অন্তর সলিলে হয় সমাধি ইচ্ছেকলির।
বেঁচে আছি বিরহরের গনগনে আগুন বুকে নিয়ে,
মোমগলা মমতায় হাত পুড়ে যায় গভীর গহ্বরে।
========= ============
২১ জূলাই ২০১৬, বৃহস্পতিবার