যদি পারো বুঝে নিতে! নাও তবে বুকেই বেধে প্রগাঢ় প্রত্যয়,
করুন কষ্ট কিম্বা দারুন সুখে একাত্মা হবো হবে না ব্যত্যয়।
শুধু বিশ্বাস রেখো নি:শ্বাস যতক্ষন; প্রতারনা ছলাকলা ভুলে,
বৈচির মালা চাই না, চাই না নাটকীয় মালিকা কৃত্রিম ফুলে।
পরাণের নির্যাস দিও তালুর পিরিচে; ঠোঁটের তির তির কম্পনে,
দেখ বুকে বুক বেধে সুখী হবো মাটির ঘরে অন্তন্ত প্রহর দুইজনে।
============= =============
১৫ জুলাই ২০১৬, শুক্রবার