বুকের মধ্যে ঈশ্বরের হাঁটাহাঁটি
কি জানি কেন এমন পায়চারি সকাল সন্ধ্যা গভীর রাত অবধি!
ইশ্বর হেঁটে গেলে শয়তানের কি
বিকট হাসি। দখল করে বসে পথ ঘাট অলিগলি চিন্তা চেতনার।
তখন ভিতরের মানুষটা যেন
সত্যি সত্যি হয়ে যায় এক অমানুষ; রুপোলী চাঁদের থাল ভেঙ্গে
গড়িয়ে পড়ে হলুদ অভিশাপ,
কুমারীর বুকে পেরেকবিদ্ধ যন্ত্রনা! অকস্মাৎ বিবেকের কুপোকাত।
কামদুনি, মেট্রোরেল, বাসট্রাম
নিরাপত্তা কোথাও নেই বকুল ডালে কোকিল ডাকে না, বাঁদর নাচে
বেদেনীর কোমরে নাগিনীফণার
দোল; ঢেউ তোলে নেশা নেশা সুড়সুড়ি জারজ উঠোনে পুরুষতন্ত্র।
ঈশ্বর তবু হেঁটে যায় বুকের মধ্যে ধুলি উড়িয়ে কণে দেখা বেলায়,
সমস্ত অস্তিত্ব জুড়ে যেন হাহাকার করে উঠে বেহায়া জীবন যৌবন।
================== ===========
১১ জুলাই ২০১৬, সোমবার