সুখ দাও সুখ দাও বলে অশ্রু জলে,
ভিজিয়ে রেখেছি সুখ বুকের অতলে।

দেখোনি কখন ফিরে চলেছ উজানে,
কেমন বেদনা বাজে বিরহী পরাণে।

যেদিন ফিরবে দেখ হৃদয় গহীনে,
সুখ পলি জমে আছে মৃত মোর প্রাণে।
===================
০৯ জুলাই ২০১৬, শনিবার