((শ্রদ্ধা সহ আমেরিকা প্রবাসী মিজান রহমান ভাইজান'র ঈদ শুভেচ্ছায় প্রতিশুভেচ্ছা)



আপনাকেও ঈদ শুভেচ্ছা অনি:শ্বেষ,
দেশের সবুজ ঘাস রক্তেলাল; নি:শ্বাসে করুন আকুতি,
বুকের ধন লুটিয়ে পড়ে বারুদবিষ্ফোরনে; ধর্মীয়গোড়ামি
বিশ্বাসের বাস্তভিটায় পুতে দেয় ধারালো লোহার পেরেক।

জাতির মুখে চুনকালি মেখে যারা,
অট্রহাসিতে মেতে থাকে ধর্ম ধর্ম কোলাহলে রক্ত ও বারুদে
নিশানা কাঁপিয়ে তোলে শক্তির অপচয়ে; অথর্ব পশুত্ব তাদের
চিরদিন ঘৃণিত হোক সবার বিবেকের কাছে প্রতিজ্ঞার সময়।

হেলাফেলা আর নয় সচেতনতা চাই,
ঘরে ঘরে ফিরে তাকানোর সময় ঘনিয়ে গেছে, একবার চোখ
বুলিয়ে নেই নিজের আস্তিনে, ঝেড়ে ফেলি ধুলোবালি মিছে মায়া,
মুছে ফেলি কুম্ভীরাশ্রু! স্বজনের হাতে উড়ুক চিরশান্তির পতাকা।

নতুন প্রজন্ম হেসেখেলে দুধেভাতে বেড়ে উঠুক এই সবুজ আঙ্গিনায়,
এই ঈদ যেন হয় সেই প্রতিজ্ঞার মহামিলন বিবেকপূর্ণ মানবতার।
==============  ==============
০৪ জুলাই ২০১৬, সোমবার