মনে পড়ছে খুব, কি আগ্রহ দেখিয়ে সেদিন বলেছিলে-
তা চলে এসো না। কিছু ভাবতে হবে না। এখানে আমার কাছেই থাকবে!
ভাল লেগেছিল শুনতে, সুযোগ হলেই প্রত্যাশা পূরণের সম্মতিও ছিল ঠিক।
তারপর দিন গড়াল, সময় ফুরাল, বদলে গেলে।
এখন সুযোগ ডালিমকুসুম, তোতা ডাকে সকালে-
তোমার ঘুম ভাঙ্গে না; না কি চোখ বুজে ঘুমের ভাণ, বুঝা মুস্কিল বটে,
নারীর নিত্য পরিবর্তন কে বুঝতে পারে! জগতে বড় লীলাময়ী ললনা।
সুতোছেড়া ঘুড়ি নিয়ে খেলতে ইচ্ছে করে বেশ।
আলু, ডিম, সিম, শাক, মাছ ভর্তাগুলো প্রিয়,
সবকিছু ভর্তা করে দিতে জুড়ি নেই ছলনাময়ী! কামনা, বাসনা, স্বপ্ন-
সব পরিকল্পনা শরীরে মেখে বিজলীপ্রভায় আগুন জ্বালাও বুকে বুকে।
ভাবো না ও আগুনে নিজেরই চিতা হতে পারে।
জানি, হ্যাঁ নিশ্চিত বলা যেতে পারে নিজেরই বুকের আগুনে পোড়াতে চাও
বিশ্বের যত বিশুদ্ধপ্রাণ। ভুল করে যে আগুন জ্বেলেছ পোড়াবে তোমাকেই।
========== ==============
৩০ জুন ২০১৬, বৃহস্পতিবার