বাতাসকলিতে এখন আনকোরা মৃত্যুর গন্ধ,
সবুজ ঘাসের ডগায় ধর্ষিতার রক্তে কালসিটে দাগ।
বেহায়া জীবন টেনে হেঁচড়ে স্বপ্নপদ্মায় বালিযাড়ি,
চরের বুকে তৃষিত চাতকী দাগ কাটে ধারাল নখরে।
পরশ্রীকাতরতায় যৌবন বিসর্জিত অধুনা আধুনিকতায়,
বিলাসী বাসনার কাছে পরাজিত শ্রেষ্ঠসৃষ্টির মানবিকতা।
========== ========
২৩ জুন ২০১৬, বৃহস্পতিবার