ভাল লাগলে তবেই না আলাপ-সালাপ,
না লাগলে, কিসের এতো ফিসফাস আলাপচারিতা!
প্রতারিনী মধুব্যঞ্জনায় সর্বদা মিষ্টভাষি হয়ে থাকে,
বোঝা যায় না, চেহারায় বাড়তি সিমেন্টবালির আস্তরণ।
রহস্য ভেদ করে ভিতরে ঢুকলেই ১১’র টুইন টাওয়ার,
ফর্সা হয়ে যায় কত স্বপ্নশব পড়ে আছে অতীত কৃত্তির।
============== =========
২৩ জুন ২০১৬, বৃহস্পতিবার