কি জানি আসবো কখন!
হয়তো আর হবে নাকো ফেরা, নীড় হারা ডানা ভাঙ্গা চাতক কেমনে ফিরে ঘরে?
বালুচরে পুড়ে পুড়ে মরে।
সাধ ছিল ওই মুখ দেখি,
মুখোমুখী কোনদিন চোখে চোখ রেখে কিছু বলি, পড়ে নেই মনের গোপন কথা।
হাসিতে মিলাই মধু হাসি।
চোখের তারায় বর্ণমালায়,
যা আছে লেখা; একবার চোখ বুলাতে খুব ছিল বাসনা। হলো না বুঝি আর তা,
বড্ড উজানে চলছে জীবন!
ভেবোনা, ভালবাসা রইল!
ও চিরদিন থাকবে। মরে না, প্রতিদিন প্রতিরাত স্বপ্নে বেঁচে থাকে প্রকৃত ভালবাসা,
না হোক স্পর্শের অনুভুতি।
তুমি হৃদয়ের কোনে রয়ে যাবে চির অম্লান; জন্মজন্মা্ন্তরে এই বুকে ফোটা প্রেমকুসুম,
মৌ মৌ সুবাসে বুক ভরে নেব নি:শ্বাস; জন্মে জন্মে তোমার হয়েই জন্মাব দেখে নিও।
=========== =============
২১ জুন ২০১৬, মঙ্গলবার
------------ তোমার জন্য স্পষ্ট উচ্চারণ