রংপুর আর যাওয়া হলো না তোমার; কতবার বলেছ মনে আছে!
শেষমেশ চূড়ান্ত ইচ্ছেটা প্রকাশ করলে নিশ্চিত হতে পারতাম বন্ধু।

প্রতারণার বিভিন্ন রূপ থাকে তো; অতোটা পরিচিত হতে পারিনি,
বুকের মধ্যে বিশ্বাস আঁকড়ে ধরে সম্মান জানাই নিতান্ত অযোগ্যকে।

ওটা আমার দোষ নয়; হয়তো সরলতা বলতে পারো নয়ছয় কম বুঝি,
শেষ বলে যদি কিছু থাকে দাঁড়াতে হবে মুখোমুখী প্রতারনার ক্ষমা নেই।
================ ============
১৯ জুন ২০১৬, রবিবার, সকাল: ০৮:০০ মিনিট, (+৩)