বাংলা বর্ণমালার বাহিরে কোন বর্ণ বাংলাভাষাভাষি কেউ
আবিস্কার করতে পেরেছে বলে মনে হয় না। করে থাকলেও জানা নেই অধমের।
আধুনিকতার নামে যারা সীমানা ডিঙ্গিয়ে বেড়া ভেঙ্গে কিছু খেতে চেষ্টা করছেন
তাদের জানা থাকতে পারে; ওটা নিয়েও ভাবাভাবি নেই।
অন্যের লেখা পড়ে অনুপ্রাণিত হওয়া খুবই স্বাভাবিক,
তাই বলে শব্দগুচ্ছ বা চরন উল্টেপাল্টে আগেপিছে করে নতুন সাজানোর বিষয়টা
অনুমোদিত হতে পারে না। আসলে কি ওটা কোন নতুনত্বের আওতায় পড়ে কিনা
খুব ভেবে দেখার বিষয়; যারা করেন রুচির অবনতি।
অন্যের স্ত্রী’কে আলিঙ্গনাবদ্ধ করে সুখ সুখ অনুভুতি
হতেই পারে কিন্তু নেহায়েত বোকার স্বর্গরচনা। সামাজিক দৃষ্টিতে যেমন ঘৃনিত ও
অপমানজনক বিষয় ঠিক তেমনি পারিবারিক ও ব্যক্তিগত জীবনেও অশুভসূচনা।
তাদের সুমতি হোক; পৃথীবিটা ধ্বংস হবে সুনিশ্চিত।
লোহা দিয়ে কারো জীবনের সময়সীমা বেধে দেওয়া হয়নি। মৃত্যুর কাছে পরাজিত
সকল আধুনিকায়ন। কৃতকর্মের ফলাফলই উচ্চারিত হবে উত্তরসুরীদের মুখে মুখে।
========== ============
১৪ জুন ২০১৬, মঙ্গলবার