বাদানুবাদে বরাবর অনিহা বলেই,
জৌলুস রূপের ঝলক থেকে নিজেকে আড়াল করে রাখি-
পাছে পুড়ে যাই সে ভয়ে বুক কাঁপে।

প্রতিটি মিথ্যের সাথে সম্পৃক্ততা,
অবাক করেছে সবাইকে! বুঝতে পারি নি খুব কাছে
থেকেও কেমন বদলেছ ধাপে ধাপে।

কাছে আর আসা হবে না ঠিক,
দূরত্ব বেড়ে গেছে একটু একটু করে বেশ অনেকখানি-
নিজস্ব সীমানায় সেজেছ সম্রাজ্ঞী।

সাম্রাজ্যের লোভ কোনদিন
ছিল না বলেই লালায়িত হইনি কোনরূপ লালসায়
পথের মানুষ পথেই আজ বিবাগী।

বণিতা বিলাসী এইসব স্বপ্নসাধায় নেই কোন পরশ্রীকাতরতা,
হেঁটে যাচ্ছি ঢোলকলমির পথটা পেরিয়ে বুকে নিয়ে নিজস্বতা।
========== ==================
১১ জুন ২০১৬, শনিবার