পিছনের কথা টেনে এনে যখন নদীর দুই পাড়ে খলবলে হাসি ফুটাতে ব্যর্থ চেষ্টা কর,
কেন যেন খুব চিন্তায় পড়ে যাই; তোমার অতীত নিয়ে এত হামাগুড়ি দেখতে দেখতে।
এসব না করলেই কি নয়! পথতো নিজেই নিয়েছো বেছে সবুজ দূর্বাডগা জুতোয় পিষে
কেমন করেছ হলুদ; এ্যাকলামসিয়া রোগীর নোংরা নির্গমনের মত দুর্গন্ধময় পরিবেশ।
একবারও কি ভেবেছিলে এই পথে আবারও আসতে হতে পারে খুঁজে দেখতে খুলে পড়া
সোনার বোতাম। খোলা বুক নিয়ে চলা দায় এ সমাজে। বড় কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার
ঘিরে আছে ব্যক্তিগত বিষয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে। যেখানে যাও পণ্য ছাড়া আর
কে কি ভাবে এমন পথে হাঁটা তোমাদের পেলব মাখন শরীরের নরোম পুতুলগুলোকে।
ওসব বলতে চাইনি; ইদানিং বাতাসে ভেসে আসে নানা কথা নানাভাবে উচ্চারিত সব
মানুষের মুখে মুখে। শুনতে চাই না তবু শ্রবনইন্দ্রিয়ের কার্যকারিতা বিনষ্ট হয় নি বলে
বার বার বাজে কানে। বলবার মত কিছু নেই তাই চুপচাপ; যেমন আগের দিনুগুলোতে
বরাবর কোন কিছুতেই মাথা ঘামত না। স্বাধীনতা সবার আছে যে যেমন উপভোগ করে।
সামনের পথ কতটা বন্ধুর ও কেউ আগে থেকে জানে না বলেই ভাগ্যের প্রতি দূর্বলতা,
ওখানেই সমর্পণ সম্পুর্নরূপে তবু তোমার হাসিতে ঠোঁট মিলাতে পরিপূর্ণ ব্যর্থ আজও।
========= ===========
০৯ জুন ২০১৬, বৃহস্পতিবার