হৃদয় চুয়ানো প্রেম ঝর্ণার কল্লোলে,
চলছে বহতা নদী যেমন সাগরে
তোমার মনের কোনে বর্ষন অঝোরে
বাজছে প্রণয় সুর প্রাণের হিল্লোলে।
নীবিড় নৈবেদ্য স্পর্শে হৃদ্যতা সারল্যে
সৌমিক সুস্মিতা তুমি মধ্যাহ্ন প্রহরে
শীতল প্রলেপ যেন বিরহী বন্দরে
দাঁড়িয়ে রয়েছ একা বুকের অতলে।
এমন কিছুই সখী হয়না সহসা
ভাবনা বিলাস সেতো মনের প্রত্যাশা।
লালিত স্বপ্নের পাখা উজানে উড়াই
ভীষন আবেগে বলি মনের বাসনা,
তোমার হাতের দিকে হাতটা বাড়াই
তুমিও বাড়াবে হাত এইতো কামনা।
========== ==========
০৬ জুন ২০১৬, সোমবার