ও
তুমি!
তাহলে
এলে বুঝি?
বসো এখানে,
তাড়া কিসে এতো?
কতোদিন আসোনি,
ভেবেছি বলবো কিছু।
হয়নি তেমন সুযোগ,
চলতো ওদিকে ঘুরে আসি,
দেখবে গোলাপ ফুটেছে গাছে।
প্রজপতির আদরে খিলখিল
কেমন পাপড়ি খুলে হাসে খুশীতে।
এখনও রোদে গিয়ে ফড়িং ধরো তুমি?
আজ তাহলে অভিসারে ভালবাসা দিও।
================== ====
০৪ জুন ২০১৬, শনিবার, সকাল: ১০:৪৮ মিনিট, (+৩)
***** (এটা অবরোহী পঞ্চদশ কবিতা, আজই প্রথম এটা দিয়েই চেষ্টা শুরু)