আচ্ছা মন খারাপ করে কি লাভ বল,
জগৎ বড় নিঠুর,
বুকের মধ্যে আগুন জ্বলে দাউ দাউ
কেউ দেখে না তা।
বুঝেও না, বোঝাতে গেলে ভুল বুঝে
এটাই হলো সভ্যতা।
কুসংস্কার আর পরশ্রীকাতরতায়
লোপ পায় মানবতা।
এখানে মন খুলে যায় না কথা বলা
বাঁকা চোখে তাকায়,
কাক ও ভাল এর চেয়ে যদিও সে
ডাকে কর্কশ ভাষায়।
মনের গুমোট মেঘে বর্ষা হোক খুব
কাজল ধুয়ে মুছে নিক ব্যথার কালি।
=========== =====
০১ জুন ২০১৬, বুধবার