শরীর বিদ্রোহ করলে মন মৌন মিছিলে হাঁটে,
কোন কারনে মন অশান্ত হলে শরীর রাজপথ।
ভাগ্যটা দূর্ভাগ্যের সুতো বেয়ে চাঁদ ছুঁতে চায়,
হামাগুড়িতে স্বপ্নবৃষ্টি জীবনের দুইপাশ ভিজায়।
ঠোঁট, বুক না হয় না দিলে মনের শীতলপাটি চাই,
এজন্মে না হোক, পরজন্মে যেন এই বুকে পাই।
================ =========
৩১ মে ২০১৬, মঙ্গলবার