জন্মদিন! চারিপাশে দু:স্বপ্ন শাসন
আগন্তুক মিছিলের মহড়া পরক্ষ
তুষানল ক্ষতচিহ্ন অস্বচ্ছ আবক্ষ
নুব্জতায় নতশির মৌনতা দহন।
কাকভোর দরজায় প্রায়শ এমন,
হাকডাক সংসারের নিয়ত সুদক্ষ
কারিগর কন্ঠাগত আদেশ সুস্বাক্ষ্য
ভুলিবারে জীবনের অনূঢ়া স্বপন।
দিগ্বিজয়ী সৈনিকের একান্ত সান্নিধ্যে
দিনরাত ক্রমাগত কালের নিয়মে,
নিরন্তর চক্রাকারে গোপনে গমন।
বাল্যকাল যৌবনের জীবন ভূমধ্যে
অসম্ভব নিরাশায় নৈবেদ্য শরমে
সিন্ধুসম বন্ধবুকে সোহাগী রমন।
========= ======
২৮ মে ২০১৬, শনিবার