ভাঙ্গছে পাড়
বুকের দাড়
দিগ্বলয়ে জ্বলছে যে আগুন
সবাই বলে আসছে ফাগুন।
নিয়ম করে
সবাই ধরে
সাত সমুদ্রে ইচ্ছে পাড়ি
স্বপ্নগুলো দেয় যে আড়ি।
শেষ সম্বল
লোটা কম্বল
হাতের কাছে মরণ বিষ,
বুকের মধ্যে দিচ্ছে শিস।
ডুবছে সূর্য্য উঠছে চাঁদ
জীবন মরণ নতুন ফাঁদ্।
=========== ===
২৮ মে ২০১৬, শনিবার