হাত পেতে রইলাম
কবিতার ভিক্ষুক এক; আজন্ম ক্ষুধার্ত
ক্ষুদ-কুড়ো যা হোক
চঞ্চুতে তুলে নেব ওই হৃদয়ের দানটুকু।
রোদে-জলে পুড়ে-ভিজে
তোমার দুয়ারে কড়া নেড়েছি প্রভাতে,
কাচা ঘুম ভেঙ্গে গেলে
দিও না অভিশাপ. শাপমুক্ত হতে চাই।
এঁটো কাটা যা হোক
ভালবাসার নেই কোন জাত-পাত ও অন্ধ,
চেতনায় হাহাকার
দু’দন্ড নীরবতা চাই ওই বুকে আচল ছায়ায়।
যদি বাড়িয়ে দাও হাত শূণ্য ফিরাব না কথা দিলাম।
বুকের পাঁজর খুলে দেখাব কি হারালাম, কি পেলাম।
================ ========
২১ মে ২০১৬, শুক্রবার