রাখলাম চেপে বুকের ক্ষত
ঝরুক রক্ত কষ্টকণা
আঁচল তোমার।
মুছবে কিনা সে ব্যক্তিগত
বলব না কাউকে,
অকাল মৃত্যু বাসনার।
থাক না ওসব ভালবাসা
মুখেই শোভা পায়,
মন যে সত্যি ভিন্ন,
সব কি যায় বুঝা বলত
বাহির থেকে ভাবি
সবাই সুন্দর অনন্য।
ভাবনাটুকু বেঁচে থাকুক
স্বপ্ন না হয় যাক হারিয়ে।
=========== ====
২২ মে ২০১৬, রবিবার