পালাগানের মঞ্চের পাশে
নাড়ার পালা ঘেঁষে বুকের মধ্যে টেনে নিয়ে বসছিলি,
গান শুনতে শুনতে কেমন আনমনা হয়ে পড়ছিলাম!
তোর গাযের ওম পেয়ে; মাঘের রাতে শীত লাগেনি।
টোপলায় করে ধুপি পিঠা
নিয়ে এসেছিলি ঘর থেকে, ঠাম্মা বানিয়েছিল বললি,
নাচগান শুনার ফাঁকে দু’জনে কুটকুট কামড়াচ্ছিলাম।
তোর মুখ থেকে দাঁতে চেপে নিয়ে খেতে সে কি মজা!
পিঠের চেয়েও মিষ্টি ছিল,
ভীষন কৌশলে তোর দেওয়া চুমুগুলো। বড়’দি ডাকতে
এলে কী ভীষন রেগে গেলি তুই। হা করে তাকিয়ে ছিলাম
মাথাটা তোর কোলেই ছিল, ও হাসতে হাসতে চলে গেল।
শেষরাতে গান শেষে তুই ঘরে গেলি বাইরে আমার পথচলা,
আজও চলছিরে শেষ হলো না এ পথ আর বুঝি হবেও না রে।
================= ===========
২০ মে ২০১৬, শুক্রবার