থাকলে থাকো, না থাকলে ভালো
চললাম-
বালিশে গোটা কয়েক ছারপোকা পিষে দিয়েছি সারারাত বড্ড কাটছিল,
ঘুমঘোরেই মোটা পেটে হাত; পুটুস করে ফেটে গেল, লালরক্তছাপ পড়ল।
কম্বল গোছান আছে ভাজ করা,
দেখলাম-
গুড়িগুড়ি পোকাগুলো রোমে রোমে মিশে গেছে বংশবিস্তার হয়ে গেল বুঝি,
হোক ফেলেই যাচ্ছি ওসব, হাসিকান্না, স্মৃতিবিস্মৃতি ও দিয়ে কাজ নেই।
আবোল তাবোল অজুহাত হাস্যকর,
বুঝলাম-
কান না দিয়েই কান বাঁচালাম, বেশরম বেবুশ্যে কাহিনী বড়ই মুখরোচক,
ক্ষিদে না মিটলেও চটকে চটকে পাঁচ আঙ্গুল চেটে জিহ্বায় তৃপ্তির স্বাদ খোজা।
এসব দৈনন্দিন ভুলভ্রান্তি যাকে বংশীয় মর্যাদা ভেবে প্ররশ্রীকাতরতায় মৈথুন,
শেষসংবাদ প্রচারিত হয়ে গেলে অবৈধ বৈধতাসনদ জোগাড় শান্তির অন্বেষণ।
============ ==============
১৮ মে ২০১৬, বুধবার