দ্বিধাটুকুই থাক,
দ্বন্ধে যেতে চাই না কোনদিন,
প্রত্যাশিত যে অর্জন
আচরনে হলো না; নিস্প্রয়োজন।
জোর করে বিশ্বাস
সে কোন বিশ্বাস নয়; নাভিশ্বাস,
হৃদ্যতা ভদ্রতা এক নয়
ব্যবধান আকাশ পাতাল দুইয়ে।
তথ্যপ্রযক্তির যুগ
বিজ্ঞানের ছাত্র নিশ্চয়ই বুঝে,
দুইদন্ডের প্রয়োজন
নাড়ীনক্ষত্র খুজে বের করা।
না, তাও করব না, ও তো রক্তে নাই,
আশীর্বাদে বিশ্বাস নেই; শুভেচ্ছা রইল।
========= =====
১৭ মে ২০১৬, মঙ্গলবার