এমন আহ্বান উপেক্ষা করি
সে অভিপ্রায় নেই; দূর্মতিও হয় না সহজ নিমন্ত্রনে
সবুজ মাড়িয়ে যেতে। উঠোনে দাঁড়াও মধ্যদুপুরে
মেঘ হয়ে ভিজিয়ে যাবো ছুঁয়ে লজ্জা, অঙ্গপ্রত্যঙ্গ।
নি:শ্বাস ঘাড় ছুঁয়ে গেলে
প্রকাশ্যে সাহসী হয়ে উঠি; সকল বাধা উপেক্ষা
করে অালিঙ্গনে আদর দিতে পারি সোহাগী স্পর্শে।
একবার হাত বাড়িয়ে দেখ শূণ্য ফিরবে না ললনা।
পূর্ণতা দিতে কার্পণ্যতা নেই,
না হয় রেখ আঁচলে বেধে, যদি পারো মনের থেকে
ভালবেসে গ্রহন করতে। ঢেউগুলো মিলিয়ে যাবার
আগে ডুব দেব হৃদয়গলা পদ্মপুকুরে মুক্তো সন্ধানে।
তারপর সংসারী হবো সম্পর্কের সুতোয় স্বপ্ন গেঁথে
চিবুকে চুমুচিহ্ন পড়শীর কৌতুহল মিটাবে অনায়াসে।
=============== ========
১৩ মে ২০১৬, শুক্রবার