এই হৃদয়বীণায় এমনি করেই বাজাও যদি সুর,
কেন তবে পড়ে থাকো দৃষ্টি থেকে যোজন দূর।
চাঁদের ঠোঁটে তোমার হাসি ফুলকলিদের উল্লাস
সাঁঝের বেলা সোনার গায়ে হাসনুহানা’র বাস।
স্বপ্নে যদি পাই তোমারে দিনে রাতে শতেকবার
স্বশরীরে সামনে তবে কেন আসনা একবার।
সাধ হয় দেখতে তোমায় তারার দেশের মেয়ে,
শশীজ্যোৎস্না গায়ে মেখে যাও প্রণয়গীতি গেয়ে।
মেঘলা চুলে আলগা খোপা আলগা শাড়ীর আঁচল,
শরম কেন পাওগো সখী শিথিল হোক না কাঁচল।
জগতসভায় রূপটি তোমার সবার চেয়ে সেরা,
অবুঝ আমার সবুজ মন তাই কৌতুহলে ঘেরা।
ঋতুর বদল জাত-পাত ধর্ম-বর্ণ ওসব মানি না,
ওই বুকে ঠাঁই মিললে আজ আর কিছু চাই না।
============= ===========
০৯ মে ২০১৬, সোমবার