পেশাগত মাষ্টারদের বোধকরি হিসাবের অনুভুতি
বড় টনটনে; নিজের ভূবন আগলে রেখে বিচরন
সারাবিশ্ব। ভাল লাগল তবু দুয়ার খুলে ঘুরে গেলে,
দেখ আলতার ছাপ রয়ে গেছে ওখানে মুছবে না।
যতবার দেখব ওই আলতার ছাপ তোমার হাসি
চোখের পর্দায় উঠবে ভেসে, পাশাপাশি থাকবে
দু’টি মন অথচ দেখবে না কেউ কাউকে কখন-
অনুভবে শিহরিত মন জানান দেবে আলিঙ্গন।
বড় মিষ্টি হাসিমাখা ওই মুখ কেউ কি ভুলতে
পারে কোনভাবে একবার দেখলে! আমি পারিনি
বার বার শব্দেরা ঘুঙ্গুর পায়ে নেচে গেছে বুকের
উঠোনে। পরীর ডানায় তুমি প্রজাপতি এ ভূবনে।
যদি মনে পড়ে একবার পিছন ফিরে তাকিয়ে দেখ,
এ চোখ তোমারই ছায়ায় বাধা পড়ে আছে অপলক।
============ ==========
০৫ মে ২০১৬, বৃহস্পতিবার