জানতে চেয়েছো আমি কে?
মৃত্যুর আগে কেমন করে জানবে, কে সে তোমাদের মাঝখানে
বাজারে সওদার মতো ব্যাগে ভরে জীবন বয়ে বেড়ায় সর্বক্ষণ
নিজেই চিনি না নিজেকে!
বুকের মধ্যে নড়া চড়া,
ও কি আমি? না কি শুধুই বুকের বিরহী দীর্ঘ্যশ্বাসটুকু শ্বাস-প্রশ্বাস হয়ে
বাতাসে মিশে ছুঁয়ে আসে সুদুরে অন্য আরো কারো হৃদয়ের বাতায়ন
যে জানতে চায় পরিচয়।
যে নারী গর্ভে ধরেছে,
সে কি জানে কোন জমাটরক্তের দলা দশমাস দশদিন পেটে বয়ে
পৃথিবী আলো দেখিয়েছে কাকে? কে সে? কিসের প্রয়োজন ছিল!
না, সেও জানে না।
তবে কেমন করে বলি বলতো, মৃত্যুর পরে জানাজানি হবে সব
তখন জেনে নিও কে ছিল সে তোমার কৌতুহলী মনের জিজ্ঞাসা।
================ =================
০৫ মে ২০১৬, বৃহস্পতিবার, সকাল: ১০:২৫ মিনিট, (+৩)