না ফেরার দেশ ডাকছে গো দিদি,
অনেক হাতছানি
খুব আপন জনের
যারা গত হয়ে গেছে সে বহুদিন।
ঘুমাতে পারি না; সারা রাত যেন
শবের আনাগোনা
মনের আঙ্গিনায়
হৈ চৈ খানাপিনা, আমোদ উচ্ছ্বাস।
ঠাম্মা, ঠাকুরদা’ মুখে তুলে খাওয়ায়
আদর করে কোলে টানে
কপালের ঘাম মুছে দেয়।
বলে যায় চলে আয় তাড়াতাড়ি দাদা।
বলো আর কেমনে থাকি ভালবাসাহীন
এই জগতে! মন যেখানে পুড়ে দিনরাত।
=============== =======
০১ মে ২০১৬, রবিবার