একজন বলে কি খাবো না, বসে থাকবো আর কার জন্য?
জনে জনে জনারন্য জগত তবু আছি একা অতুল অনন্য।
ভাগ্যে কার কি লেখা হয়েছে সেই জন্মের বহু বছর আগে,
সে কথা জানে না কেউ শুধু শান্তনায় মন বাধে অনুরাগে।
হাসায় আনন্দে কাদায় ক্লেষকষ্টে সবই চলে ভাগ্যের লেখায়,
হয়না কারো কিছু আপন চেষ্টায় বাণী বিদ্যা যতই শেখায়।
হাসি পায় এক মুখে দ্বিত্য উচ্চারণে মহাজ্ঞানী সাজে যারা,
কথায় কাজে ভুরি ভুরি অমিল দেখে হতেই হয় বাকহারা।
সব ছিল, আজ নাই, জন্মের সময় যেমন নিয়ে আসা হয়নি,
যাবার সময় নেব না কিছু তাই বুঝি হাতশূণ্য পূর্নতা দেয়নি।
চাইনা তেমন সঞ্চয় যা নিতে পারবো না সাথে কিবা প্রয়োজন,
ভালই আছি ভারবোঝাহীন; দিনে রাতে বিদায়ের আয়োজন।
ঈশ্বর বুঝেছে খুব বেশী কষ্ট সে দিবেনা তাইতো জন্মের আগে,
এমন ভাগ্য লেখনী বরাদ্দ রেখেছে মাটির মানুষ আমার ভাগে।
=================== =============
২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার