না, ভুলবো কেনো?
যে চাঁদের আলোয় পথ দেখি; উঁচু-নিচু, গর্ত এড়িয়ে চলতে পারি
তাকে কি কখনও ভোলা যায়, না কি ভুলতে আছে কোনভাবে
পাগলেও নাকি বুঝে!
কথা খারাপ লাগলেই,
চুপ করে খাকা অভ্যাস মন্দ নয় তবে যন্ত্রনা বাড়ে খুব ভিতরে,
বিশ্বাস না হয় পরখ করে দেখতে পারো সমস্যা কতদিকে বাড়ে!
ভাল থেকো তবুও।
চোখের ভাষা বুঝলে,
বলতে ভয় পাই না, ভুল মানুষই তো করে; হতে পারে তবে নিশ্চিত-
তোমার চোখের আহ্বান মিথ্যে নয়। দু:খিত দুধস্বর বারন ডাক্তারের।
তবু চুমুক দেবো পেলে।
যেখানেই থাকো দৃষ্টির আড়ালে কিম্বা লক্ষনরেখায়, রাবন হবোই একবার,
লঙ্কাকান্ড না বাধালেও দ্রৌপদী’র শাড়ীতে টান মারবোই; সর্বদাই প্রস্তুত।
============= =================
২৬ এপ্রিল ২০১৬, মঙ্গলবার