(কাব্যকুঞ্জ গ্রুপে কবিবন্ধু শিলা ঘটক’র ‘আমাকে নিয়ে একটা কবিতা লিখবে?‘ কবিতায় অনুভুতি প্রকাশ)


কবি’র নয় কবিতার প্রেমে পড়তে এমন একটা লেখাই যথেষ্ট,
পড়তে পড়তে যেন সত্যিই ধুয়ে যায় জমানো মনের যত কষ্ট।
যার হাতে চিনির কণার মত এমন শব্ধের নক্সীকাঁথার বুনন,
মন কাঁদে, প্রান আনচান মিথ্যে বলিনি সে স্মৃতিতে অনুক্ষণ।

মনের কথা যতো একে একে সব যেন হলো বলা বিলক্ষন,
সত্যি প্রেমের ছবি ভালবাসার প্রলেপে মাধুরীমা কাড়ে মন।
তারে কি যায় ভুলা বলতো হে বিশ্ববাসী সে যে নয়নের মনি
হাজারে এক অতুল গুনে গুনবতী, মানবতায় মরমী রমনী।

হয়না দূর্ভাবনা যার কাছে পাপড়ি মেলে খুলে দিতে এই মন
চিন্তা-চেতনায় সে মননে মানসী; রূপবতীর রূপালঙ্করণ।
সহস্র বেদনা বিধুর যন্ত্রনা রাশি ভুলে থাকা যায় তারে দেখে,
তৃপ্তিতে নেচে ওঠে মন তার জন্য ভালবেসে দুই লাইন লিখে।

কবির কল্পনায় ধরা দিলে মনের জালে যদি পড়ে যাই বাধা,
বাজবে কৃষ্ণের বাঁশি; যমুনায় আসবে ছুটে পাগলীনি রাধা।
=========== =====================
২৫ এপ্রিল ২০১৬, সোমবার