হয়তো কোনদিন যাবো,
হ্যাঁ, নিশ্চিত করে না বলতে পারলেও
ঠিকানাটা যখন দিয়েছো দেখতে যাবো
সেদিন বাড়ীতে থাকবে!
বিশেষ আয়োজন নয়,
না, আপ্যায়নের আশা থাকবে না কোন,
জলপান নিস্প্রয়োজন, এ অচেনা অতিথী
নিয়ে তাহাহুড়া চাইনা।
দিঘার কান্দা কতদূর!
না জানলেও গাড়ীর চাকা ঘুরলে পৌঁছাব
হয়তো সকাল গড়িয়ে দুপুর হবে; পুকুরঘাটে
স্নানেই থাকবে তখন।
ডাকবো না, দূর থেকেই দেখে নেব একবার,
কোন প্রমান খুজতে নয় শুধুই চোখের দেখা।
============ ==============
২২ এপ্রিল ২০১৬, শুক্রবার