উড়ে এলো পরী
ইচ্ছে করে জড়িয়ে বুকে
ভীষন আদর করি।
শাড়ীতে বৈশাখী সাজ
ভালবাসায় ফুর ফুরে মন
হৃদয় ভরা কারুকাজ।
রাঙ্গা ঠোঁটে হাসি
মন কেড়ে নেয় দৃষ্টি
ওকে সত্যি ভালবাসি।
রূপের আগুন জ্বেলে
দু:খ ভুলায় বুকে টেনে
সকল লজ্জা ফেলে।
ওর রেশমী চুলে হাওয়া ফুরফুর,
বুকেই আছে নয়তো বেশী দূর।
======== =======
১৭ এপ্রিল ২০১৬, রবিবার