রাত গভীর নীরব পৃথিবী, একজোড়া চোখ শুধু বিছিয়ে দিয়েছে দৃষ্টি
দূরে কোথাও! প্রিয় কেউ আসবে হয়তো, বাঁজছে রেলের ভেঁপু ষ্টেশনে-
বিজলী নেই, হ্যারিকেন জ্বালিয়ে দুয়ারে দাঁড়ানো আঁচল তুলে মাথায়।
কার জন্য জেগে থাকা এই নিশুতি রাত! বুক ধড়ফড়; ঠোঁট কাঁপে।
দক্ষিন বাড়ীর কুকুরটা বড় বেশী ঘেউ ঘেউ করে, জামডালে পেঁচাটা
কেমন ডেকে ওঠে, বৈশাখী হাওয়া বড় বেহায়া সব এলোমেলো করে
দেয়। বাতাবীনেবুর সবুজ পাতার ফাঁকে একঝাক জোনাকী আলো
জ্বেলে উল্লাসে মাতে। আকাশ মেঘলা চাঁদটা ঢাকা পড়ে গেছ জীমুদে।
ঘুম হবে না, আজও এলো না, হয়তো আর আসবে না কোনদিন সে,
মনের ভুল ভাঙ্গে না তাই রেলের আওয়াজ কানে এলে মন ছুটে যায়
দূর-দূরান্তে। বাসি বকুল মালায় শুকায়, মন শুকায় নৈরাশ্যে ক্রমাগত।
বেণী খুলে বালিশে বিছিয়ে দেয় মাথাটা ভীষন ব্যথা করে ওঠে হঠাৎ।
পরদিন পিয়ন নিয়ে এলো নীল খাম, চিরবিদায়ের দু:সংবাদ! দেহত্যাগ
করে চলে গেছে সে। আসবে না আর কোনদিন আঁচল টেনে চুমু দিতে।
============= ===================
১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার, রাত: ১১:৪৬ মিনিট, (+৩)